- সারাদেশ
- বাবার গাড়িতে পিষ্ট হয়ে ছেলের মৃত্যু
বাবার গাড়িতে পিষ্ট হয়ে ছেলের মৃত্যু

কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায় বাবার গাড়ির নিচে পিষ্ট হয়ে এক ছেলের মৃত্যু হয়েছে।
বুধবার রাত ১২টার দিকে উপজেলার টুনিয়াপাড়া এলাকার চেয়ারম্যান মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিহাব আহমেদ ব্যবসায়ী মোনাব্বর হোসেনের ছেলে। সিহাব ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
জানা গেছে, ব্যবসায়ী মোনাব্বর হোসেন রাতে স্যালোইঞ্জিন চালিত পণ্যবাহী গাড়িতে কাঠের গুড়া নিয়ে বাড়ি ফিরছিলেন। সঙ্গে ছিলো দুই ছেলে সিহাব ও সজিব এবং তার ছোট ভাইয়ের ছেলে। মিরপুর উপজেলার টুনিয়াপাড়া এলাকার চেয়ারম্যান মোড়ে এসে হঠাৎ গাড়ির সামনে একটি বিড়াল দেখতে পান। বিড়ালকে বাঁচাতে ব্রেক কষে ধরেন তিনি। এরপরই গাড়ির সামনে বসে থাকা দুই ছেলে ছিটকে চাকার নিচে পড়ে পিষ্ট হয়।
স্থানীয়রা সিহাব ও সজিবকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে মশানবাজার এলাকায় সিহাবের মৃত্যু হয়।
এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, নিজেদের গাড়িতে চাপা পড়ে মৃত্যু হওয়ায় ময়নাতদন্তের প্রয়োজন হয়নি।
মন্তব্য করুন