- সারাদেশ
- সমকালের সংবাদে বগুড়ায় খাবার পেল দরিদ্র শত পরিবার
সমকালের সংবাদে বগুড়ায় খাবার পেল দরিদ্র শত পরিবার

রোববার রাতে বগুড়ার মোজামনগর এলাকার ১০০ পরিবারকে ত্রাণসামগ্রী দেয় বিসিসিআই। ছবি: সমকাল
'অনাহারে আছি, খাবার চাই'- কাগজে এই কথা লিখে খাবার চেয়ে পথে দাঁড়ানো বগুড়ার মোজামনগরের শতাধিক নারী-পুরুষকে বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিআই) পক্ষ থেকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। বিসিআইয়ের সহ-সভাপতি মাহফুজুল ইসলাম রাজ রোববার রাতে ওই এলাকার নিম্নআয়ের ১০০ পরিবারকে উপজেলা পরিষদ চত্বরে ডেকে এনে ত্রাণসামগ্রী দিয়েছে। পরে বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক আরও ৪০ জনকে খাদ্য সহায়তা দেন।
বগুড়া শহর থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে সদর উপজেলা পরিষদ ভবনের পাশের এলাকা মোজামনগর। ওই এলাকার শতাধিক নারী-পুরুষ খাদ্য সহায়তা চেয়ে গত ১১ এপ্রিল বেলা সাড়ে ১১টায় রাস্তার পাশে দাঁড়ান। এ সময় তাদের অনেকের হাতে থাকা কাগজে লেখা ছিল 'আমরা অনাহারে আছি', 'আমরা খাবার চাই' ইত্যাদি। ওইদিন বেলা সাড়ে ১১টা থেকে সমবেত হতে শুরু করেন তারা। খবর পেয়ে দুপুর ১২টার দিকে বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান সেখানে গিয়ে খাদ্য সহায়তার আশ্বাস দিলে তারা ফিরে যান। 'অনাহারে আছি, খাবার চাই' শিরোনামে খবরটি ওইদিন সমকালের অনলাইন সংস্করণে এবং পরদিন মুদ্রিত পত্রিকায় প্রকাশিত হয়।
বগুড়া পৌরসভার ১৭ নং ওয়ার্ডের ওই মহল্লায় গিয়ে জানা যায়, সেখানে প্রায় ৩০০ বাড়ি রয়েছে। যাদের অধিকাংশ লোকই রিকশাচালক বা দিনমজুর। তাদের অভিযোগ, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মেজবাউল হামিদ প্রায় ১০দিন আগে তাদের নাম তালিকাভুক্ত করলেও কোনো সহায়তা মেলেনি। এমনকি আশপাশের অনেক এলাকার লোক কিছু খাদ্যসামগ্রী পেলেও তাদের ভাগ্যে কিছুই জোটেনি।
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি মাহফুজুল ইসলাম রাজ জানান, সমকালে প্রকাশিত খবরটি আমাদের নজরে আসে। পরে চেম্বারের সভাপতি মাসুদুর রহমান মিলনের নির্দেশে আমরা ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি মসুর ডাল এবং নগদ ১০০ টাকা করে মোট একশ' পরিবারের মাঝে বিতরণের সিদ্ধান্ত নিই। রোববার রাত সাড়ে ৯টার দিকে আমরা তাদের বগুড়া সদর উপজেলা পরিষদ চত্বরে ডেকে নিই। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান ও উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান শফিকের উপস্থিতিতে সেগুলো বিতরণ করা হয়।
বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক জানান, তিনি সেখানে আরও ৪০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন।
মন্তব্য করুন