স্ত্রীকে হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

প্রতীকী ছবি
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৩ | ০৮:৫৩ | আপডেট: ১০ অক্টোবর ২০২৩ | ০৮:৫৩
শরীয়তপুরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা মামলায় স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সোহেল আহমেদ এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাজা মিয়া শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কাচিকাটা ইউনিয়নের বকাউল কান্দী গ্রামের বাসিন্দা।
এ তথ্য নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ফিরোজ আহমেদ।
আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালে রাজা মিয়ার (৩২) সঙ্গে চাঁদপুরের সদর উপজেলার গোয়াল নগর গ্রামের আব্দুল মালেক বেপারী মেয়ে কাঞ্চন মালার (২৮) বিয়ে হয়। বিয়ের পর থেকে রাজা মিয়া যৌতুক দাবি করে আসছিলেন। গত ২০২১ সালের জুনে ২ লাখ টাকার জন্য স্ত্রীকে চাপ দেন রাজা মিয়া। কিন্তু টাকা দিতে রাজি না হওয়ায় বাঁশ দিয়ে মাথায় আঘাত করলে গুরুতর আহত হন কাঞ্চনমালা। অবস্থার অবনতি হলে ৭ জুন সকালে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় পরের দিন নিহতের ভাই মো. মনির হোসেন বাদি হয়ে রাজা মিয়াকে আসামি করে সখিপুর থানায় মামলা করেন।
আসামি পক্ষের আইনজীবী শাহ আলম বলেন, ‘আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি। খুব শিগগিরই আমরা উচ্চ আদালতে আপিল করব।’
- বিষয় :
- শরীয়তপুর
- স্ত্রী হত্যা
- মৃত্যুদণ্ড