- সারাদেশ
- শায়েস্তাগঞ্জে বাসের পেছনে বাসের ধাক্কা, ২ পথচারী নিহত
শায়েস্তাগঞ্জে বাসের পেছনে বাসের ধাক্কা, ২ পথচারী নিহত

দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চালানো হচ্ছে
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে অন্য বাসের পেছনে ধাক্কা লেগে দুই পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তবে নিহত দুইজনই পুরুষ বলে জানা গেছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তৌহিদুল ইসলাম তৌহিদ জানান, সকালে ঢাকা থেকে সিলেটগামী কুমিল্লা ট্রান্সপোর্টের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা আরেকটি যাত্রীবাহী বাসকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই পথচারী নিহত হন।
তিনি জানান, দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মন্তব্য করুন