ঢাকা বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩

সিএনজি স্টেশনে বিস্ফোরণে প্রাণ গেল যুবকের

সিএনজি স্টেশনে বিস্ফোরণে প্রাণ গেল যুবকের

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৩ | ২২:৪২ | আপডেট: ১০ অক্টোবর ২০২৩ | ২২:৪২

রাজধানী ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়নের বাদাম গাছতলায় একটি সিএনজি ফিলিং স্টেশনে বিস্ফোরণে রনি আহমেদ (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।

গতকাল মঙ্গলবারের এ ঘটনায় আহত হন আরও দু’জন। আহতরা হলেন– শহিদুল ইসলাম (২০) ও আশিকুর রহমান (২৫)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ মামুনুর রশীদ এ খবর নিশ্চিত করেছেন।

বাদাম গাছতলা এলাকার বাসিন্দা আজিজুল হক বলেন, সন্ধ্যায় হঠাৎ তিনি বিস্ফোরণের শব্দ পান। ঘটনাস্থলে গিয়ে দেখেন একটি বেনামি সিএনজি স্টেশনের আশপাশে লোকজন ছোটাছুটি করছেন। সিএনজি অটোরিকশায় গ্যাস ভরার সময় বিস্ফোরণটি ঘটে। এতে তিনজন গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে মারা যান রনি।

স্থানীয় মজিবুর রহমান বলেন, কেরানীগঞ্জে রাস্তার পাশে অবৈধভাবে ঝুঁকিপূর্ণ সিএনজি ফিলিং স্টেশন গড়ে উঠেছে। এগুলোর লাইসেন্স নেই, কোনো তদারকিও নেই। কাভার্ডভ্যানে সিলিন্ডার রেখে গ্যাস সরবরাহ করে।

তিনি জানান, কেরানীগঞ্জ, নবাবগঞ্জ ও দোহার সড়কের বাদাম গাছতলা, কালিন্দী, শাক্তা, লাকিরচরসহ ১০ থেকে ১২টি এ ধরনের সিএনজি ফিলিং স্টেশন রয়েছে।

আরও পড়ুন