- সারাদেশ
- প্রধানমন্ত্রীকে কটূক্তি, নালিতাবাড়ীতে বিএনপি নেতা গ্রেপ্তার
প্রধানমন্ত্রীকে কটূক্তি, নালিতাবাড়ীতে বিএনপি নেতা গ্রেপ্তার

শেরপুরের নালিতাবাড়ীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর বক্তব্য দিয়ে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর অভিযোগে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার মজিবর রহমান নামের ওই নেতাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি।
পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, স্থানীয় ইউনিয়ন বিএনপির আয়োজনে ১৬ ডিসেম্বর বিজয় দিবসে পলাশিকুড়া উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা হয়। অনুষ্ঠানে মজিবর প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন এবং ওই বক্তব্য মোবাইল ফোনে ধারণ করে ফেসবুকে প্রচার করেন। এ নিয়ে আওয়ামী লীগসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
নালিতাবাড়ী থানার ওসি বছির আহমেদ জানান, মজিবর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন