ঢাকা মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

সিআইডি পরিচয়ে এসআইয়ের কাছে টাকা দাবি

সিআইডি পরিচয়ে এসআইয়ের কাছে টাকা দাবি

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৩ | ১৪:২৮ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৩ | ১৪:৩২

ঝালকাঠির নলছিটিতে এসআই পরিচয়ে অপমৃত্যু মামলার ওয়ারেন্টের ভয় দেখিয়ে মোবাইল ফোনে টাকা দাবি করেছে এক প্রতারক। একইভাবে সিআইডির প্রধান রাসায়নিক পরীক্ষক পরিচয় দিয়ে থানার এক এসআইয়ের কাছে টাকা দাবি করা হয়। বৃহস্পতিবার দুপুরের এ দুই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কিন্তু শুক্রবার বিষয়টি জানাজানি হয়।

মগড় ইউনিয়নের মেরহার গ্রামের সোহেল খান জানান, গত ২০ আগস্ট তার ভাইয়ের মেয়ে মানসুরা আক্তার (৯) পানিতে ডুবে মারা যায়। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করা হয়। এ ঘটনায় থানায় কোনো অপমৃত্যু (ইউডি) মামলাও হয়নি।

কিন্তু নলছিটি থানার এসআই মাইনুল পরিচয় দিয়ে এক ব্যক্তি গত বৃহস্পতিবার দুপুরে ফোন করে বলেন, ‘আপনি থানায় যে অপমৃত্যুর মামলা করেছেন সেটা নিষ্পত্তি করতে হবে। আমি আদালতে আছি। এখনই ২৩০০ টাকা বিকাশে পাঠান। না হলে ওয়ারেন্ট বের করে আপনাকে গ্রেপ্তার করা হবে।’ কিছুক্ষণ পর একই ব্যক্তি তার ভাই মিন্টু খানের কাছে টাকা চেয়ে দুইবার ফোন করে।

এসআই মাইনুল বলেন, ‘প্রতারক চক্র আমার নাম ব্যবহার করে একাধিক ব্যক্তির কাছে টাকা দাবি করেছে। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’

একইভাবে নলছিটি থানার এসআই এনামুলের কাছে এক ব্যক্তি নিজেকে সিআইডির প্রধান রাসায়নিক পরীক্ষক দিলীপ কুমার সাহা পরিচয় দেন। তিনি ধর্ষণের আলামত পরীক্ষার জন্য কেমিক্যাল লাগবে বলে টাকা পাঠাতে বলেন।

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহিতুল ইসলাম বলেন, ভুক্তভোগীরা অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×