সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে উল্লাপাড়ায় উঠান বৈঠক
ধরইল ইসলামপুর মাঝিপাড়ায় উঠান বৈঠকের আয়োজন করা হয়। ছবি: সমকাল
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৩ | ০৮:৪০ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৩ | ০৮:৪০
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ধরইল ইসলামপুর মাঝিপাড়ায় আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে উঠান বৈঠকের আয়োজন করা হয়েছে। সোমবার উপজেলার বাঙ্গালা ইউনিয়ন আওয়ামী লীগ এ উঠান বৈঠকের আয়োজন করে।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সদস্য হেদায়েত আহমেদ এলান। তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।
বাঙ্গালা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আবু হানিফের সভাপতিত্বে বৈঠকে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোখলেছুর রহমান ডাবলু, পূর্ণিমাগাঁতি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. আলামিন সরকার, সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী এহসানুল হাসান সন্টু প্রমুখ।
বৈঠকে এলান বর্তমান সরকারের বহুমুখী উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে আবারও নির্বাচিত করতে সবাইকে নৌকায় ভোট দেওয়ার অনুরোধ জানান।
এর আগে তিনি উপজেলার নলসোন্দা, উধুনিয়া ও কালিগঞ্জে উঠান বৈঠকে বক্তব্য দেন।
- বিষয় :
- সিরাজগঞ্জ
- আওয়ামী লীগ
- উঠান বৈঠক