পরীক্ষা শেষে বাড়ি ফেরা হলো না সাফিনের

সাফিন হোসেন- আগের ছবি
বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৩ | ১০:৫৭ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৩ | ১০:৫৭
দিনাজপুরের বিরামপুরে পরীক্ষা দিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে কার্ভাড ভ্যানের ধাক্কায় সাফিন হোসেন (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ অঞ্চলিক মহাসড়কে দিওড় পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাফিন জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ভিউডুবা গ্রামের মো. শাহিনুর ইসলামের ছেলে। সে বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নে নানার বাড়িতে থাকত এবং বিজুল মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
সাফিনের সহপাঠী নয়ন চন্দ্র জানায়, সাফিন স্কুল থেকে পরীক্ষা দিয়ে বাসায় ফেরার পথে মোটরসাইকেলের তেল শেষ হয়ে যায়। তেল নিতে সে দিওড় পাম্পে যায়। এরপর রাস্তা পারাপারের সময় প্রাণ কোম্পানির কার্ভাড ভ্যানের সঙ্গে এ দুর্ঘটনা ঘটে।
দিওড় ইউনিয়নের চেয়াম্যান আব্দুল মালেক মণ্ডল জানান, পরীক্ষা শেষে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে সাফিনকে একটি কার্ভাড ভ্যান ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. শাহারিয়ার পারভেজ তাকে মৃত ঘোষণা করেন।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, দুর্ঘটনার পর কার্ভাড ভ্যানটি নিয়ে চালক পালিয়ে যায়। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।