ঢাকা বুধবার, ২৯ নভেম্বর ২০২৩

স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ

স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ

ছবি: সমকাল

ফরিদপুর অফিস ও নগরকান্দা প্রতিনিধি

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৩ | ১২:২১ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৩ | ১২:২১

ফরিদপুরের নগরকান্দায় যৌতুকের দাবিতে স্বামীর নির্যাতনে দীপা বিশ্বাস (২৭) নামের এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার সকালে ওই গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এর আগে রোববার রাত ৮টার দিকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দীপার মরদেহ উদ্ধার করে পুলিশ। দীপা বিশ্বাস নগরকান্দা উপজেলার দফা দক্ষিণ পাড়া এলাকার প্রসঞ্জিৎ বিশ্বাস শিবুর স্ত্রী ও গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কানুড়িয়া গ্রামের সুশান্ত কর্মকারের মেয়ে।

নিহত দীপার বাবা সুশান্ত কর্মকারের দাবি, যৌতুকের জন্য তার মেয়েকে স্বামী শিবু ও শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছেন। এর আগেও কয়েকদফা তার মেয়েকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের দাবিতে মারধর ও নির্যাতন করেছেন বলে জানান তিনি।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে প্রসঞ্জিৎ বিশ্বাস শিবুর সঙ্গে বিবাহ হয় দীপার। এ দম্পতির ঘরে দেড় বছরের শিবা বিশ্বাস নামে একটি ছেলে সন্তান রয়েছে। রোববার সন্ধ্যায় যৌতুকের দাবিতে স্বামী ও পরিবারের লোকজন দীপাকে শারীরিকভাবে নির্যাতন ও মারধর করে। পরে তাকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক দীপাকে মৃত ঘোষণা করেন।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান শাকিল বলেন, খবর পেয়ে দীপা বিশ্বাসের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে। তবে স্বামী পালিয়েছে। দীপার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

আরও পড়ুন