শমসের মবিনকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপির, কুশপুত্তলিকা দাহ

শমসের মবিন চৌধুরী কুশপুত্তলিকা দাহ করছেন বিএনপির নেতাকর্মীরা। ছবি: সমকাল
সিলেট ব্যুরো
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৩ | ১৪:৪২ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৩ | ১৫:১৩
তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। সিলেট-৬ আসনে বিএনপির প্রার্থী ফয়সল আহমদ চৌধুরীকে নিয়ে কটূক্তি করায় তাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়েছে। এ সময় তার কুশপুত্তলিকা দাহ করা হয়।
সোমবার বিকেলে বিএনপি নেতাকর্মীরা তাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন।
জানা যায়, সম্প্রতি ৭১ টিভিতে ‘এডিটর গিল্ডস’ নামক গোলটেবিল বৈঠকে শমসের মুবিন চৌধুরী গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের স্থানীয় বিএনপি এবং দলটির নেতা ফয়সল আহমদ চৌধুরী সম্পর্কে বিরূপ মন্তব্য করেন। এতে ক্ষুব্ধ বিএনপি দলীয় নেতাকর্মীরা সোমবার গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে পৃথক বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা করেন।
গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বলের নেতৃত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন- সহ-সভাপতি আশফাক আহমদ চৌধুরী, মাহবুবুর রহমান ফয়সল ও গোলাম কিবরিয়া, বিএনপি নেতা জলিল মেম্বার, শাহজাহান আহমদ, তানজিম আহমদ, কামাল আহমদ প্রমুখ।
অন্য দিকে বিয়ানীবাজারে পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন জুয়েলের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন, পৌর বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান প্রমুখ।