ঢাকা রবিবার, ২০ এপ্রিল ২০২৫

স্ত্রীকে পিটিয়ে হত্যার পর থানায় হাজির ভ্যানচালক

স্ত্রীকে পিটিয়ে হত্যার পর থানায় হাজির ভ্যানচালক

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৩ | ১৫:০৯ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৩ | ১৫:০৯

দাম্পত্য কলহের জেরে মানিকগঞ্জের সাটুরিয়ায় উজালা আক্তার (২৮) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছেন স্বামী শিবলু ভূঁইয়া। বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বালিয়াটি ইউনিয়নের হাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই থানায় হাজির হয়ে এসব তথ্য জানান শিবলু (৩২)। পরে পুলিশ তাঁকে আটক করে। 

হাজীপুর গ্রামের আব্দুর রহিম বাদশার ছেলে শিবলু পেশায় ভ্যানচালক। ঢাকার ধামরাই উপজেলার মহিষাশি গ্রামের আবদুর রহমানের মেয়ে উজালার সঙ্গে ১৩ বছর আগে বিয়ে হয় তাঁর।

এ দম্পতির ছেলে তামিম হোসেন (১০) শারীরিক প্রতিবন্ধী, আর মেয়ে তানহার বয়স আড়াই বছর। উজালা ধামরাইয়ে স্নোটেক্স আউটারওয়্যার লিমিটেডে কর্মরত ছিলেন।

পরিবারের বরাতে পুলিশ জানায়, নানা বিষয় নিয়ে এ দম্পতির মধ্যে দ্বন্দ্ব চলছিল। এর জেরে বুধবার রাতে শিবলুর সঙ্গে উজালার তর্কাতর্কি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে শিবলু লাঠি দিয়ে বেধড়ক পেটাতে থাকেন স্ত্রীকে। এ সময় মাথা ও শরীরে গুরুতর আঘাত পান উজালা। রাতেই বিনা চিকিৎসায় সেখানে মৃত্যু হয় তাঁর।

শিবলু পুলিশকে জানিয়েছেন, স্ত্রীকে চাকরি করতে নিষেধ করেছিলেন। কিন্তু উজালা তা অমান্য করে ওই কারখানায় কাজ করতেন। এ নিয়ে কয়েকবার গ্রাম্য সালিশও হয়েছে।

শিবলুর ধারণা, প্রতি মাসের বেতন থেকে ৫ হাজার টাকা ভাইকে দিতেন উজালা। এ ছাড়া কারখানার কোনো কর্মীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া লেগেই ছিল। 

তবে উজালার মা আনোয়ারা বেগমের অভিযোগ, শিবলুর সঙ্গে তাঁর এক নিকটাত্মীয়ের অনৈতিক সম্পর্ক আছে। আর কয়েকদিন ধরে তিনি ওয়ারিশের জমি নিতে উজালাকে চাপ দিচ্ছিলেন। দুই ঘটনার জের থেকে তাঁর মেয়েকে পিটিয়ে হত্যা করে শিবলু।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আনোয়ারা বেগম বাদী হয়ে সাটুরিয়া থানায় হত্যা মামলা করেছেন। এতে শিবলু, তাঁর বাবা রহিম বাদশা ভূঁইয়া (৫৫) ও মা ফিরোজা বেগমকে (৪৮) আসামি করা হয়েছে। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, ইতোমধ্যে শিবলু ভূঁইয়াকে মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তিনি হত্যার দায় স্বীকার করেছেন। উজালার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×