বিএনপিপন্থী আইনজীবীদের আদালত বর্জন রাজনৈতিক স্ট্যান্টবাজি: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক। ফাইল ছবি
আখাউড়া(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৪ | ১২:১৫ | আপডেট: ০৩ জানুয়ারি ২০২৪ | ১৪:৩২
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপিপন্থী আইনজীবীরা আদালত বর্জন নিছক রাজনৈতিক স্ট্যান্টবাজি; এর কোনো মর্মার্থ নেই।
আজ বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে নির্বাচনী কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
আনিসুল হক বলেন, আদালত আদালতের কাজ করে যাচ্ছেন, আদালত বিচারে মনোনিবেশ করছেন, তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের টেনে আনা বিএনপির ভুল ও অন্যায়।
আওয়ামী লীগ তামাশার নির্বাচন করছেন বিএনপির এমন মন্তব্যে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বিএনপির বক্তব্যটাই তামাশা। জনগণ এ নির্বাচন মেনে নিয়েছে এবং নির্বাচনে তারা অংশগ্রহণও করবে।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল, ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু উপস্থিত ছিলেন।
- বিষয় :
- আদালত বর্জন
- বিএনপিপন্থী আইনজীবী