ছাত্রী অপহরণ মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার
প্রতীকী ছবি
নাটোর প্রতিনিধি
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৪ | ১৬:২৫
বাগাতিপাড়ায় ছাত্রী অপহরণ মামলায় বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার রাতে নাটোর শহরের হরিশ এলাকা থেকে তাদের গ্রেপ্তার ও ছাত্রীকে উদ্ধার করেছে র্যাব।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলার জামনগর ইউনিয়নের রহিমানপুর এলাকার আতাহার আলী ও তার ছেলে অন্তর আহম্মেদ।
র্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পরিচালক সন্জয় কুমার সরকার জানান, অপহৃত ছাত্রীকে অন্তর আহম্মেদ রাস্তাঘাটে প্রেমের প্রস্তাব দিচ্ছিলেন। ৮ ফেব্রুয়ারি সকালে প্রাইভেট পড়তে যাওয়ার পথে রহিমানপুর বাজারে অন্তর, তার বাবাসহ তিন-চারজন ওই ছাত্রীকে জোর করে অটোরিকশায় তুলে নিয়ে যায়। ছাত্রীর পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে অন্তর, তার বাবা আতাহার আলীসহ ছয়জনকে আসামি করে বাগাতিপাড়া থানায় অপহরণ মামলা করে। পরে র্যাব অভিযান চালিয়ে হরিশপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।
কোম্পানি অধিনায়ক সন্জয় কুমার সরকার আরও জানান, গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে তাদের বাগাতিপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
- বিষয় :
- অপহরণ মামলা
- বাবা-ছেলে
- র্যাব