দুই দশক পর ফের তাহেরপুর পৌর মেয়র হচ্ছেন শায়লা

খন্দকার শায়লা পারভীন। ফাইল ছবি
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৪ | ১২:১৮
রাজশাহীর তাহেরপুর পৌরসভায় ২০ বছর পর আবারও মেয়র হতে যাচ্ছেন খন্দকার শায়লা পারভীন। ২০০৩ সালের ৮ ডিসেম্বর বাবা পৌরসভার প্রথম চেয়ারম্যান আলো খন্দকারকে হত্যা করা হলে, ২০০৪ সালের উপনির্বাচনে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন।
২০০৩ সালে নারায়ণগঞ্জ পৌরসভায় দেশের প্রথম নারী চেয়ারম্যান নির্বাচিত হন ডা. সেলিনা হায়াৎ আইভী। এরপর ২০০৪ সালে দেশের দ্বিতীয় নারী চেয়ারম্যান হন তাহেরপুর পৌরসভায় খন্দকার শায়লা।
খন্দকার শায়লার স্বামী আবুল কালাম আজাদ তাহেরপুর পৌরসভার মেয়র ছিলেন। ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে নৌকা নিয়ে রাজশাহী-৪ (বাগমারা) আসনে এমপি নির্বাচিত হওয়ার আগেই তিনি পদত্যাগ করেন।
আগামী ৯ মার্চ এ পৌরসভার মেয়র ও এক কাউন্সিলর পদে উপনির্বাচন হবে। তপশিল অনুসারে গতকাল মঙ্গলবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। এখানে খন্দকার শায়লা ছাড়া মেয়র পদে তাঁর ভাই তানভীর ইসলাম ফেরদৌস উপল মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে তানভীর জানিয়েছেন, তিনি বড় বোনের সমর্থনে প্রার্থী হয়েছেন। যাচাই-বাছাইয়ে কোনো কারণে বোন বাদ পড়লে তিনি প্রার্থী থাকবেন। বড় বোন টিকে গেলে প্রার্থিতা প্রত্যাহার করবেন।
মনোনয়ন যাচাই-বাছাই ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রত্যাহার করা যাবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। কার্যত কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আবারও মেয়র হতে চলেছেন খন্দকার শায়লা। এ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুল মজিদ বলেছেন, শুনেছি তানভীর ইসলাম প্রার্থিতা প্রত্যাহার করে নেবেন। এমন হলে ভোট হবে না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় খন্দকার শায়লা মেয়র নির্বাচিত হবেন।
খন্দকার শায়লা বলেছেন, ২০০৪ সালের উপনির্বাচনে প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়ে ব্যাপক উন্নয়ন করেছি। এবার মেয়র পদটি শূন্য হওয়ার পর থেকে দলীয় নেতাকর্মী ছাড়াও এলাকাবাসী প্রতিদিন বাড়িতে এসে নির্বাচন করার জন্য অনুরোধ করছিলেন। তারাই মনোনয়নপত্র তোলেন। মেয়র হলে আগের মতোই মানুষের পাশে থেকে সেবা করতে চাই। পৌরবাসীর জীবনমান উন্নয়নে কাজ করতে চাই।
রাজশাহী-৪ আসনের এমপি আবুল কালাম আজাদ বলেন, খন্দকার শায়লা এখানে আমার পরিচয়ে নয়, ২০০৪ সালের মার্চে বিএনপির প্রার্থীকে পরাজিত করে মেয়র নির্বাচিত হয়েছিলেন। দলমত নির্বিশেষে সবাই তাঁকে মেয়র হিসেবে দেখতে চান। তিনি মেয়র হলে এলাকার এমপি হিসেবে আমি পৌরসভার উন্নয়নে সব ধরনের সহায়তা করব।