বনের ভেতর তরুণীর লাশ
ফাইল ছবি
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২৯ মার্চ ২০২৪ | ২০:২৫
কুলাউড়ায় একটি টিলার ওপরে বনের ভেতর থেকে রেখা বেগম নামে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রেখা ওই ইউনিয়নের পশ্চিম সিংগুর গ্রামের রুহুল আমিনের মেয়ে।
শুক্রবার উপজেলার বরমচাল ইউনিয়নের নওয়াবাগান এলাকা থেকে লাশটি উদ্ধার হয়। পুলিশের ধারণা, এটি হত্যাকাণ্ড।
স্থানীয় সূত্রে জানা গেছে, বছরখানেক আগে একই গ্রামের রিয়াজ মিয়ার সঙ্গে রেখার বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে রেখাকে দুই মাস আগে রিয়াজ তালাক দেয়। গত ২৭ মার্চ হঠাৎ রেখার বাড়িতে এসে তাকে নিয়ে যায় রিয়াজ। এরপর থেকে রেখা নিখোঁজ ছিল। পরে শুক্রবার স্থানীয়রা নওয়াবাগানের একটি টিলার জঙ্গলে রেখার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) ক্যশৈনু জানান, স্থানীয়দের সঙ্গে কথা বলে ও প্রাথমিক অবস্থায় এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। রেখার সাবেক স্বামী রিয়াজ পলাতক রয়েছে। রেখার লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
- বিষয় :
- কুলাউড়া
- মরদেহ উদ্ধার
