নওগাঁর মহাদেবপুরে মারপিটে ছালমা বিবি (৩৯) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে মারপিটের পর সন্ধ্যায় তিনি মারা যান বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় শুক্রবার রাতেই ৬জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। রাতেই লাশ উদ্ধার করে শনিবার সকালে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

গৃহবধূ ছালমা উপজেলার কালুশহর মন্ডলপাড়া গ্রামের আবু তালেবের স্ত্রী।

মহাদেবপুর থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান,নিহত ছালমা তার সৎ ছেলে কাজলকে প্রতিবেশিদের সাথে চলাফেরা করতে বারণ করেন। এ ঘটনার জের ধরে শুক্রবার দুপুরে প্রতিবেশির লোকজন গৃহবধূ ছালমা বিবিকে মারপিট করে। তাকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দিলে সেখানে অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যান ছালমা বিবি। খবর পেয়ে রাতেই পুলিশ গৃহবধূর লাশ উদ্ধার করে শনিবার সকালে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

ওসি আরও জানান, এ ঘটনায় গৃহবধুর স্বামী আবু তালেব বাদী হয়ে ৬ জনকে আসামি করে রাতেই থানায় হত্যা মামলা দায়ের করেছেন। তবে ঘটনার পর থেকে আসামিরা সবাই পলাতক থাকায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।