- সারাদেশ
- মানসিক ভারসাম্যহীন ছেলের ভয়ে ঘর ছেড়ে রাস্তায় মা-বাবা, দাদিকে হত্যা!
মানসিক ভারসাম্যহীন ছেলের ভয়ে ঘর ছেড়ে রাস্তায় মা-বাবা, দাদিকে হত্যা!

ফাইল ছবি
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে দাদি রশিয়া বেগমকে (৮২) হাতুড়িপেটা করে হত্যা করেছেন মানসিক ভারসাম্যহীন নাতি আব্দুল মান্নান। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে উপজেলার বলরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। রশিয়া বেগম ওই গ্রামের মনির উদ্দিন মন্ডলের স্ত্রী। নাতি আব্দুল মান্নানকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আটক মান্নান মাঝে মাঝে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। ঘটনার দিন বিকেল থেকে তিনি মা-বাবাসহ বাড়ির লোকদের ওপর চড়াও হন। তার আচরণে ভীত হয়ে বাড়ি ছেড়ে পাশের গ্রামে চলে যান স্বজনেরা। রাতে তিনি সবাইকে বাড়িতে ডেকে আনেন। পরে রাত আড়াইটার দিকে দাদির শোবার ঘরের দরজা ভেঙে তাঁকে ধরে উঠানে নিয়ে উপর্যপুরি হাতুড়িপেটা করেন। এ সময় তাঁকে প্লায়ার ও কুর্নি দিয়েও দেহের বিভিন্ন স্থানে আঘাত করেন।
আব্দুল মান্নানের বাবা ও নিহতের ছেলে ফজলুর রহমান বলেন, দিনের বেলায় ছেলের অস্বাভাবিক আচরণে তাঁরা বাড়ি ছেড়ে পাশের গ্রামে চলে যান। পরে রাতে ছেলে তাঁদেরকে ডেকে আনে। তিনি ও তাঁর স্ত্রী ছেলের ভয়ে বাড়িতে না ঘুমিয়ে রাস্তায় হেঁটে বেড়াচ্ছিলেন। মায়ের চিৎকারে বাড়িতে গেলে তাঁদেরকেও মারতে তাড়া করেন। পরে ভয়ে তাঁরা দৌঁড়ে পালিয়ে গিয়ে গ্রামবাসীকে খবর দেন।
ফজলুর রহমান বলেন, ‘আমার মাকে হত্যা করে তাঁর বুকের ওপর বসে ছিল মান্নান। মাঝে মাঝে ও (আব্দুল মান্নান) মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। তখন সে সবাইকে মারতে তেড়ে আসে। তবে দুই-একদিন পর আবার স্বাভাবিক হয়ে যায়। এর আগেও একবার সে মানসিক ভারসাম্য হারিয়েছিল।’
হরিণাকুণ্ডু থানার পরিদর্শক আক্তারুজ্জামান লিটন বলেন, ‘হত্যাকারী ও নিহত নারী সম্পর্কে দাদি-নাতি। মানসিক ভারসাম্য হারিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আসামিকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
মন্তব্য করুন