পাহাড় কেটে মাটি পাচার, চার ড্রাম ট্রাক জব্দ
জব্দ করা চার ট্রাক। ছবি: সমকাল
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৪ | ১৯:৩৬
কক্সবাজারের পেকুয়ায় গভীর রাতে অবৈধভাবে পাহাড় কেটে মাটি পাচারের সময় ৪টি ড্রাম ট্রাক জব্দ করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী ককর্মকর্তা মো. সাইফুল ইসলাম। এ সময় এ চক্রের চার সদস্যকে আটক করা হয়।
বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে টৈটং হাজিবাজার এলাকায় অভিযান চালিয়ে মাটিভর্তি এসব ট্রাক জব্দ করা হয়। আটক ব্যক্তিরা হলো– টৈটং সোনাইছড়ি মাঝেরপাড়া এলাকার আরশাদুল ইসলাম, আলী হোসেন, বটতলী এলাকার আহমদ হোছেন ও হিরাবনিয়া এলাকার আবুল বাশার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, টৈটংয়ের রমিজপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পাহাড়ের মাটি কেটে পাচার করা হচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। তারা জানিয়েছে, টৈটং এলাকার সাংবাদিক পরিচয় দানকারী আবু ছালেকসহ কয়েকজন পাহাড় কাটায় জড়িত। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, তাদের আইনের আওতায় আনা হবে।
- বিষয় :
- পেকুয়া
- কক্সাবাজার
- ট্রাক