আত্মসমর্পণের পর খুলনার অ্যাজাক্স জুট মিলের চেয়ারম্যান কারাগারে

ছবি: সংগৃহীত
খুলনা ব্যুরো
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৪ | ১৮:১৬
আত্মসমর্পণের পর খুলনায় বন্ধ থাকা বেসরকারি এজাক্স জুট মিলের চেয়ারম্যান কাউছার জামান বাবলাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে তিনি খুলনা বিভাগীয় শ্রম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে শ্রম আদালতের বিচারক রাজিয়া সুলতানা জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর পুলিশ তাকে কারাগারে নিয়ে যায়। তিনি দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি।
আদালত সূত্রে জানা গেছে, শ্রমিকদের পাওনা টাকা পরিশোধ না করার মামলায় গত ২০ মার্চ আদালত তাকে ২ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন।
খুলনা বিভাগীয় শ্রম পরিচালক মিজানুর রহমান জানান, পাটকল মালিক যথাসময়ে শ্রমিকদের মজুরি পরিশোধ না করায় বিভিন্ন সময় বিভাগীয় শ্রম দপ্তরে অভিযোগ করেন শ্রমিকরা। অভিযোগের প্রেক্ষিতে খুলনা বিভাগীয় শ্রম দপ্তরে ২০১৪ সালের ২১ ডিসেম্বর মালিক-শ্রমিক ও সরকার পক্ষের সমন্বয়ে ত্রিপক্ষীয় সভা হয়। সভায় দ্রুত সময়ের মধ্যে শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ করে মালিকপক্ষ মিল চালু করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়।
কিন্তু সিদ্ধান্ত বাস্তবায়ন না করায় ২০১৫ সালে অ্যাজাক্স জুট মিলের চেয়ারম্যান কাউছার জামান বাবলার বিরুদ্ধে শ্রম আদালতে মামলা করেন বিভাগীয় শ্রম পরিচালক মিজানুর রহমান। মালিকপক্ষের কাছে ৬২১ জন শ্রমিকের পাওনা রয়েছে প্রায় ১৫ কোটি টাকা।
- বিষয় :
- খুলনা
- আত্মসমর্পণ
- জুট মিল