ঢাকা শনিবার, ২১ জুন ২০২৫

বাসে যবিপ্রবি ছাত্রীকে যৌন হয়রানি, সড়ক অবরোধ শিক্ষার্থীদের

বাসে যবিপ্রবি ছাত্রীকে যৌন হয়রানি, সড়ক অবরোধ শিক্ষার্থীদের

টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ শিক্ষার্থীদের। ছবি: সমকাল

যশোর অফিস

প্রকাশ: ১৩ মে ২০২৪ | ২২:৪৪

যাত্রীবাহী বাসে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় জড়িত যুবকের শাস্তির দাবিতে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সোমবার দুপুরে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে যশোর-চৌগাছা সড়কে অবস্থান নেন। সেখানে টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন শিক্ষার্থী। এতে যানবাহন চলাচল ব্যাহত হয়। প্রায় পাঁচ ঘণ্টা পর বিকেল সাড়ে ৫টার দিকে উপাচার্য জড়িতদের শাস্তির আশ্বাস দিলে, শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রোববার যশোর থেকে চৌগাছাগামী লোকাল বাসে ক্যাম্পাসে যাচ্ছিলেন এক ছাত্রী। চুড়ামনকাটি থেকে মাসুদ নামের এক যুবক বাসটিতে ওঠে। এরপর সে ওই ছাত্রীর পাশে দাঁড়ায়। একপর্যায়ে মাসুদ তাঁর শরীরে হাত দেয়। বিষয়টি টের পেলে তাকে নিষেধ করেন তিনি। এরপর আশপাশের যাত্রীরা বিষয়টি মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হন। ওই ছাত্রী ক্যাম্পাস গিয়ে প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেন। এরপর মাসুদের শাস্তির দাবিতে তাঁর সহপাঠীরা প্রশাসনিক ভবনে অবস্থান নেন। উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন সেখানে গিয়ে ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীকে আটকের আশ্বাস দিলে তারা কর্মসূচি প্রত্যাহার করে নেন। ঘটনার ২৪ ঘটনা পেরিয়ে গেলেও অপরাধী আটক না হওয়ায় গতকাল দুপুর থেকে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় তারা সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। আজ বিকেলে উপাচার্য বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা কর্মসূচি প্রত্যাহার করেন। 

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

আরও পড়ুন

×