ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

উপজেলা নির্বাচন

ফেসবুক লাইভে ভোট দিলেন সাবেক ছাত্রলীগ নেতা

ফেসবুক লাইভে ভোট দিলেন সাবেক ছাত্রলীগ নেতা

রাকিবুল হাসান রনি

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ২৯ মে ২০২৪ | ২১:২০

পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রের বুথে ঢুকে ফেসবুক লাইভে ভোট দিয়েছেন ছাত্রলীগের সাবেক এক নেতা।

বুধবার সকালে ঈশ্বরদী সরকারি কলেজ কেন্দ্র থেকে ফেসবুক লাইভে যান উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিবুল হাসান রনি।

নিজের ফেসবুক আইডি থেকে ওই লাইভে তিনি লেখেন, ‘অপশক্তিকে রুখে দিন আনারস মার্কায় ভোট দিন’। এরপর তার পছন্দের চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য এমদাদুল হক রানা সরদারের আনারস প্রতীকে ভোট দেন তিনি।

রনির ওই ভিডিও কিছুক্ষণ পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এর পর শুরু হয় সমালোচনা।

ভিডিওটি অনেকে দেখলেও এ বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেন ঈশ্বরদী উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-মামুন।

তিনি বলেন, বিষয়টি আমার নজরে আসেনি। তবে খোঁজ নিয়ে দেখব।

আরও পড়ুন

×