রিমালে ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দ ঘোষণা

আমতলীতে পৌরসভা আয়োজিত সভায় ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান এমপি
আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: ০৩ জুলাই ২০২৪ | ১৭:১৪ | আপডেট: ০৩ জুলাই ২০২৪ | ১৭:৫২
বরগুনার আমতলী উপজেলায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বরাদ্দের ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান এমপি। গতকাল বুধবার উপজেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষ আয়োজিত দুটি মতবিনিময় সভায় এ ঘোষণা দেন তিনি।
প্রতিমন্ত্রী বরগুনা জেলার জন্য এক কোটি টাকা, আমতলী উপজেলা পরিষদের জন্য ৫০ লাখ টাকা ও ১০০ বান্ডিল ঢেউটিন, সাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জন্য ৩৫ লাখ টাকা, আমতলী পৌরসভার জন্য ১০ লাখ টাকা ও ৫০ বান্ডিল ঢেউটিন; গুলিশাখালী ইসাহাক ও শাখারিয়া মাধ্যমিক বিদ্যালয়ে সাইক্লোন সেল্টার নির্মাণে বরাদ্দের ঘোষণা দেন।
এ সময় মহিববুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সারা বিশ্বে দুর্যোগ মোকাবেলায় রোল মডেল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে তিনি নিরলস কাজ করছেন।
উপজেলা প্রশাসনের মতবিনিময় সভায় ইউএনও মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বরগুনা জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম সরোয়ার ফোরকান, আমতলী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মতিয়ার রহমান, বরগুনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিমেষ বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জামাল হোসাইন, ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার, আখতারুজ্জামান বাদল খান প্রমুখ।