ঢাকা রবিবার, ২২ জুন ২০২৫

পদত্যাগ না করায় তালা যবিপ্রবি ভিসির বাসভবনে

পদত্যাগ না করায় তালা যবিপ্রবি ভিসির বাসভবনে

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) প্রশাসনিক ভবন ও উপাচার্যের বাসভবনে তালা দিয়েছেন শিক্ষার্থী। ছবি: সমকাল

যশোর অফিস

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৪ | ০২:১৪

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) প্রশাসনিক ভবন ও উপাচার্যের বাসভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। আলটিমেটামের পরও উপাচার্য পদত্যাগ না করায় গতকাল শনিবার দুপুরে দুই ভবনে তালা দেওয়া হয়। এর পর উপাচার্য ও তাঁর অনুসারীদের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীরা স্লোগান ও বিশ্ববিদ্যালয়ে ‘শাটডাউন’ ঘোষণা করেন।

এর আগে মঙ্গলবার থেকে উপাচার্য, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, হল প্রাধ্যক্ষ, প্রক্টর, রিজেন্ট বোর্ড সদস্য ড. ইকবাল কবির জাহিদসহ উপাচার্যের অনুসারীদের পদত্যাগের দাবিতে বিভিন্ন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। পরদিন বিক্ষোভ সমাবেশ থেকে তারা উপাচার্যকে শনিবারের মধ্যে পদত্যাগের আলটিমেটাম দেন। গতকাল দুপুর ১২টায় যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল ‘মার্চ টু প্রশাসনিক ভবন’ শুরু করে প্রশাসনিক ভবনের সামনে এসে সমাবেশ করেন শিক্ষার্থীরা। সমাবেশ থেকে মিছিল সহকারে ভিসির বাসভবন ও প্রশাসনিক কার্যালয়ে তালা দেন। 

অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থী আকিব ইবনে সাইদ বলেন, পদত্যাগের বিষয়ে কাউকেই ছাড় দেওয়া হবে না। 

এ বিষয়ে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন জানান, এই মুহূর্তে পদত্যাগের বিষয়ে তাঁর কোনো পরিকল্পনা নেই। কারণ, তিনি ২৪টি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার সমন্বয়ক। ভর্তি প্রক্রিয়ার ৯৭ শতাংশ শেষ হয়েছে। বাকি ৩ শতাংশ শেষ করতে পারলে দায়মুক্ত হবেন। এরপর কী করবেন, তা ভেবে দেখবেন। 

 

আরও পড়ুন

×