পটিয়ায় মাটির ঘরের দেয়াল ধসে প্রাণ গেল শিশুর

ছবি- সংগৃহীত
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪ | ১৩:২৭
চট্টগ্রামের পটিয়ায় একটি মাটির ঘরের দেয়াল ধসে নিঝুম আক্তার (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৭টায় দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিঝুম আক্তার স্থানীয় চাটরা নোমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিল। সে আলমদারপাড়া গ্রামের মাঝের বাড়ির আবদুল মান্নানের কন্যা। নিঝুমের বাবার অভিযোগ, পার্শ্ববর্তী আমিনুল হকের গুদাম ঘরের দেয়াল ভেঙে পড়ায় তার ঘুমন্ত শিশু মাটি চাপায় মারা গেছে।
ছনহরা ইউপি চেয়ারম্যান আবদুর রশীদ দৌলতি জানান, পুরনো একটি মাটির ঘরের দেয়াল ধসে এ মর্মান্তিক ঘটনা ঘটে। চারদিনের টানা বর্ষণে পটিয়ার ১৭ ইউনিয়ন ও এক পৌরসভার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে কৃষি ও মৎস্য চাষের পুকুরগুলো হুমকির মুখে রয়েছে।
- বিষয় :
- পটিয়া
- দেয়াল চাপায় মৃত্যু
- দেয়াল ধসে মৃত্যু