ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

লোহাগাড়ায় চলন্ত গাড়িতে গাছ পড়ে যুবক নিহত, আহত ৬

লোহাগাড়ায় চলন্ত গাড়িতে গাছ পড়ে যুবক নিহত, আহত ৬

ফাইল ছবি

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২২ আগস্ট ২০২৪ | ১৭:০১

চট্টগ্রামের লোহাগাড়ায় মাছবোঝাই একটি চলন্ত মিনি ট্রাকে গাছ পড়ে মোহাম্মদ মিজান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৬ জন। নিহত মিজান কক্সবাজারের চকরিয়া বদরখালীর কামাল উদ্দিন মেম্বারের ছেলে বলে জানা গেছে।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পদুয়া নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, চকরিয়া সিকদারপাড়ার হানিফ (৩৪), একই উপজেলার বদরখালীর মো. আলভি (২২), রুবেল (৩৮), কোরালখালীর নজরুল (২৮), ফারুক (২৬) এবং মহেশখালীর ওসমান (৪৫)। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক জামশেদ গিয়াস উদ্দিন।

প্রত্যক্ষদর্শী আব্দুল আজিজ বলেন, চট্টগ্রাম অভিমুখী একটি মাছবোঝাই মিনিট্রাক ঘটনাস্থলে পৌঁছালে সড়কের পাশে থাকা একটি গাছ ওই গাড়িতে উপড়ে পড়ে। এ সময় চলন্ত গাড়ি থেকে প্রত্যেকেই ছিটকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। তিনি আরও জানান, বৃষ্টির কারণে গাছটির গোড়া নরম হয়ে সড়কে উপড়ে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খান মুহাম্মদ ইরফান বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি টিম পৌঁছেছে। গাছটি সড়ক থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে নিহতকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন

×