ঢাকা শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

মোবাইল ফোন ট্র্যাক করে অপহৃত শিশু উদ্ধার 

মোবাইল ফোন ট্র্যাক করে অপহৃত শিশু উদ্ধার 

ফাইল ছবি

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪ | ১৩:২৪

কটিয়াদী হলি ক্রিসেন্ট পাবলিক স্কুলের অপহৃত স্কুল শিক্ষার্থীকে (৭) উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে কিশোরগঞ্জ শহরের আফতাব আবাসিক হোটেল থেকে তাকে উদ্ধার করে। 

মঙ্গলবার দুপুরে শিশুটিকে আনতে স্কুলে যান তার মা। শিক্ষকরা জানান, আত্মীয় পরিচয় দিয়ে এক ব্যক্তি বাবা-মা সড়ক দূর্ঘটনায় আহত হয়েছে বলে তাকে নিয়ে গেছে। পরে সম্ভাব্য আত্মীয়ের বাড়িতে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। বিকালে অপরিচিত নম্বর থেকে অপহরণকারী ফোন করে শিশুটির পরিবারের কাছে মুক্তিপণ দাবী করে। এরপর কটিয়াদী মডেল থানায় অভিযোগ করা হয়। 

অভিযোগ পাওয়ার পর কটিয়াদী মডেল থানা পুলিশ অপহরণকারীর মোবাইল ফোন ট্র্যাক করে অবস্থান সনাক্ত করে। পরে সেনাবাহিনী ও স্থানীয় পুলশি যৌথ অভিযান চালিয়ে জেলা শহরের বড়বাজার এলাকায় আফতাব আবাসিক হোটেল থেকে শিশুটিকে উদ্ধার করে। 

শিশুটির বাবা জানান, অপহরণকারী মোবারক হোসেন তাদের পূর্ব পরিচিত। 

কটিয়াদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) গোলাম সারোয়ার বলেন, সড়কে থাকা সিসি ক্যামেরার ফুটেজ দেখে অপহরণকারীকে সনাক্ত করা হয়েছে। সেই সূত্র ধরে অভিযান চালানো হয়। টের পেয়ে অপহরণকারী পালিয়ে গেছে। তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। 
 

আরও পড়ুন

×