মেঘনায় মাছ ধরা ৫ ট্রলার ও ২ নৌকাডুবি, নিখোঁজ শতাধিক জেলে

ফাইল ছবি
রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪ | ১৮:১৭ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৪ | ১৮:২৬
লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে মাছ ধরা ২টি নৌকা ও ৫টি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে প্রায় শতাধিক জেলে নিখোঁজ হয়েছেন। তবে একটি ট্রলারে থাকা ১৭ মাঝি ও জেলে উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার এ ঘটা ঘটলেও আজ রোববার বিষয়টা জানাজানি হয়।
রামগতি মাছ ঘাটের ব্যবসায়ী মীর মাহবুব হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় জেলেরা জানান, রামগতি-হাতিয়ার সীমান্তে একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। এতে থাকা ১৭ জেলেকে হাতিয়ার জেলেরা উদ্ধার করেন। এছাড়া আরও ৪টি ট্রলার ডুবে গেছে। এতে থাকা প্রায় ৬০-৭০ মাঝি ও জেলেরা এখনও নিখোঁজ রয়েছেন। এছাড়া রামগতি সীমান্তে মেঘনা নদীতে মাছ ধরার ২টি নৌকাও ডুবে গেছে। এই দুই নৌকায় প্রায় ৩০-৩৫ জেলে ছিলেন। তাদেও সন্ধান মেলেনি।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন রোববার দুপুরে বলেন, গত দুইদিন ধরে নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টি হচ্ছে। আর বঙ্গোপসাগর ও নদীগুলোও বেশ উত্তাল। তাই মাছ ধরতে যাওয়া ট্রলার ও নৌকাডুবির ঘটনা ঘটছে। রামগতির বিভিন্ন এলাকার নৌকা ও ট্রলারডুবির কারণে প্রায় শতাধিক জেলে এখনও নিখোঁজ রয়েছেন।
- বিষয় :
- মেঘনায় ট্রলারডুবি
- নৌকাডুবি
- নিখোঁজ
- লক্ষ্মীপুর