ঢাকা মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

জমি নিয়ে বিরোধ

ভাইয়ের হাতে ভাই খুন

ভাইয়ের হাতে ভাই খুন

প্রতীকী ছবি

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪ | ১৭:৪২

সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট উপজেলায় বাড়ির জায়গা সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের বাউরভাগ নয়াগাও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হুসন আহমদ (৬৫) নয়াগাওয়ের আব্দুল লতিফের ছেলে। অভিযুক্ত তার চাচাত ভাই সুলতান আহমদ (৫৩) আব্দুল জলিলের ছেলে। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

এ ঘটনায় সুলতানকে প্রধান আসামি ও তার স্ত্রী সন্তানকে অভিযুক্ত করে থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন কানাইঘাট থানার ওসি মো. আব্দুল আউয়াল। তিনি জানান, গ্রেপ্তার সুলতানকে আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে হুসন আহমদের সঙ্গে তার চাচাতো ভাই সুলতান আহমদের বাড়ির জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দা দিয়ে হুসনকে কোপাতে থাকে সুলতান। দায়ের আঘাতে গলা ও মাথাসহ বিভিন্ন স্থানে জখম হয় হুসনের। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনার পর সুলতান পালানোর সময় তাকে আটক করে পুলিশে দেন স্থানীয় লোকজন। বিকেলে সুলতানকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করে পুলিশ। পরে কারাগারে প্রেরণ করা হয়। 

আরও পড়ুন

×