ডেঙ্গু আক্রান্ত হয়ে রূপপুর প্রকল্পের আরেক শ্রমিকের মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন রূপপুর প্রকল্পের শ্রমিক পিন্টু প্রামাণিক (২৬)
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪ | ১৬:০৩
পাবনার ঈশ্বরদীতে ৪ দিনের ব্যবধানে রূপপুর প্রকল্পে কর্মরত পিন্টু প্রামাণিক (২৬) নামের আরো এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ও ডেঙ্গু ইউনিটের প্রধান ডা. শফিকুল ইসলাম শামীম এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গত ১৮ নভেম্বর দিবাগত রাতে তুষার আলী নামে রূপপুর প্রকল্পে কর্মরত আরেক শ্রমিক ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
জানা গেছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের রুশ ঠিকাদারি প্রতিষ্ঠানে কর্মরত পিন্টু প্রামাণিক কয়েকদিন আগে জ্বরে আক্রান্ত হন। জ্বরের মাত্রা ক্রমাগত বৃদ্ধি পেতে থাকলে ঈশ্বরদীতে হাসপাতালে তার ডেঙ্গু পরীক্ষা করার পর তার ডেঙ্গু ধরা পড়ে। সঙ্গে সঙ্গে তাকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। তিনি উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল গ্রামের আব্দুল মান্নান প্রামাণিকের ছেলে।
এদিকে গত ১৮ নভেম্বর দিবাগত রাত ১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত তুষার আলী নামে এক শ্রমিকের মৃত্যু হয়। তিনি রূপপুর প্রকল্পের আরেকটি ঠিকাদারি প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
- বিষয় :
- আক্রান্ত
- ডেঙ্গু রোগীর মৃত্যু