নীলফামারী
কাজ শেষে বাড়ি ফেরা হলো না শামসুলের
প্রতীকী ছবি।
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪ | ১৬:৩৩
নীলফামারীর সৈয়দপুরে পিকআপের ধাক্কায় শামসুল হক (৬৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। তিনি উপজেলার ইসলামবাগ রসুলপুর এলাকার শফিউদ্দীনের ছেলে ও একটি প্লাইউড কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শামসুল হক কারখানার কাজ শেষে সাইকেলে বাড়ি ফিরছিলেন। ধলাগাছ এলাকার রংপুর-দিনাজপুর সড়কে একটি পিকআপভ্যান তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি সাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দীন বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের হস্তান্তর করা হয়েছে। পিকআপ ভ্যানটি শনাক্ত করে জব্দের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- নীলফামারী
- সৈয়দপুর
- পিকআপের ধাক্কা