স্থানীয় কাঁচামালে আজ উৎপাদনে ফিরছে এস আলমের নয় কারখানা
কাল থেকে খুলেছে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ছবি-সমকাল
কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫ | ১২:৫২
টানা আটদিন বন্ধ থাকার পর অবশেষে আজ থেকে উৎপাদনে ফিরছে এস আলম গ্রুপের নয় কারখানা। বুধবার গ্রুপের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিন সাক্ষরিত এক নোটিশের মাধ্যমে বন্ধ কারখানার ইনচার্জদের বৃহস্পতিবার থেকে ফের উৎপাদনে যেতে বলা হয়েছে। এর আগে বুধবার থেকে বন্ধ নয় কারখানা খুলে দেওয়া হয়।
গত ২৪ ডিসেম্বর আকস্মিকভাবে এস আলম গ্রুপের নয়টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়। নোটিশে কারখানা বন্ধের কারণ উল্লেখ না করলেও পরবর্তীতে এস আলম গ্রুপের কর্মকর্তারা জানান, কাঁচামাল সংকটের কারণে কারখানা বন্ধ করা হয়েছে। সে সময় ফরেন এলসি বন্ধ থাকায় কাঁচামাল সংগ্রহ করা সম্ভব হয়নি বলে তারা জানান।
তবে এক সপ্তাহের ব্যবধানে নয় কারখানায় কাঁচামাল কোথা থেকে এলো এই প্রশ্নের জবাবে এস আলম গ্রুপের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিন সমকালকে বলেন, ফরেন এলসি বন্ধ থাকায় বিদেশ থেকে কাঁচামাল এখনও আমদানি করা যাচ্ছে না। আমরা আজ পর্যন্ত অনুমোদন পাইনি। এই মুহূর্তে স্থানীয় বাজার থেকে কাঁচামাল সংগ্রহ করা হচ্ছে। স্থানীয় বাজারের কাঁচামাল দিয়েই আপাতত কারখানা চালু করা হচ্ছে।
এস আলম গ্রুপের ব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ হোসেন বলেন, কারখানা বন্ধের খবরে বাজারে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই আমরা স্থানীয় বাজারের ওপর নির্ভর করেই উৎপাদনে ফিরছি।
কারখানায় গিয়ে যে চিত্র পাওয়া গেল
টানা আটদিন বন্ধ থাকার পর কারখানা খোলার খবরে বুধবার বিকেল সাড়ে তিনটায় কর্ণফুলীর ইছানগর এলাকায় অবস্থিত এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড সরেজমিন গিয়ে দেখা যায়, কারখানা প্রবেশমুখে ট্রাক আসা যাওয়া করছে। শ্রমিকরাও আনাগোনা করছে। এসময় গণমাধ্যমকর্মীদের কারখানার ভেতরে যেতে নিষেধ আছে বলে জানান প্রতিষ্ঠানটির ডিজিএম ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম। তবে তিনি বলেন, নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার থেকে উৎপাদনে ফিরবে কারখানা।
ওই কারখানার এক কর্মচারী নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বলেন, কারখানার গুদামে আগে থেকে থাকা কাঁচামাল দিয়ে উৎপাদন চালু রাখা যাবে কিছুদিন। তবে বুধবার বিকেল পাঁচটা পর্যন্ত কারখানায় নতুন কোন কাঁচামাল প্রবেশ করেনি।
এর আগে বেলা তিনটায় কর্ণফুলীর শিকলবাহা এলাকার এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের সামনে গিয়েও একই চিত্র দেখা যায়। শ্রমিকরা কারখানায় যোগ দিলেও কারখানা খোলার প্রথমদিন উৎপাদনে না ফেরায় তারা অলস সময় কাটান।
স্বস্তিতে শ্রমিকরা
এদিকে আটদিন কারখানা বন্ধ থাকার পর স্বস্তি প্রকাশ করেছে এস আলমের বিভিন্ন কারখানায় কর্মরত শ্রমিকরা। এস আলম রিফাইন্ড সুগারের এক শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, হুট করে কারখানা বন্ধের ঘোষণায় আমরা চিন্তিত ছিলাম। কারখানা কখন খুলবে, বেতনের কি হবে এসবের চিন্তায় ঘুম হয়নি এই কয়দিন। আজ থেকে কারখানা খুলে দেওয়ায় আমরা চিন্তামুক্ত হয়েছি।
টানা আটদিন বন্ধ থাকার পর ফের উৎপাদনে ফেরা নয় কারখানাগুলো হলো এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এস আলম পাওয়ার প্ল্যান্ট লিমিটেড, এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেড, ইনফিনিটি সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, চেমন ইস্পাত লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড-এনওএফ, এস আলম স্টিল ও এস আলম ব্যাগ। এসব কারখানার সবকটি কর্ণফুলীর বিভিন্ন এলাকার অবস্থিত বলে এস আলম গ্রুপ কর্মকর্তারা জানান।
উল্লেখ্য, এস আলম গ্রুপ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে সুবিধাভোগী ব্যবসায়িক গোষ্ঠী হিসেবে পরিচিত ছিল। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এস আলম গ্রুপের কারখানাগুলো চালু রাখতে অর্থ সংকটের কথা বারবার উঠে আসছে।
এদিকে, এস আলম গ্রুপের দুই প্রতিষ্ঠান ‘এস আলম কোল্ড রোলড স্টিলস লিমিটেড’ এবং ‘এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ’-এর জমি নিলামে তুলেছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক। চট্টগ্রামের সাধারণ বীমা ভবন করপোরেট শাখা থেকে ঋণ নিয়ে পরিশোধ না করায় এ দুই প্রতিষ্ঠানের অনুকূলে থাকা বন্ধকি সম্পত্তি নিলামে তুলছে ব্যাংকটি। গত সোমবার পত্রিকায় নিলাম বিজ্ঞপ্তিও প্রকাশ করে রাষ্ট্রায়ত্ত এই ব্যাংক।
- বিষয় :
- এস আলম গ্রুপ
- কাঁচামাল ব্যবসায়ী