ফরিদপুরে চলছে সপ্তাহব্যাপী কম্বল বিতরণ কর্মসূচি
![ফরিদপুরে চলছে সপ্তাহব্যাপী কম্বল বিতরণ কর্মসূচি ফরিদপুরে চলছে সপ্তাহব্যাপী কম্বল বিতরণ কর্মসূচি](https://samakal.com/media/imgAll/2025January/kombol-1736598230.jpg)
সপ্তাহব্যাপী কম্বল বিতরণ কর্মসূচি চলছে
ফরিদপুর অফিস
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫ | ১৮:২৩
দেশের অন্যতম বাণিজ্যিক ব্যাংক শাহজালাল ইসলামি ব্যাংকের উদ্যোগে ফরিদপুরে সপ্তাহব্যাপী কম্বল বিতরণ কর্মসূচী শুরু হয়েছে। সোমবার সকালে শহরতলীর সিএন্ডবি ঘাটের কাছে ফরিদপুর ডেভলপমেন্ট এসোসিয়েশন চত্বরে শুরু হয় কম্বল বিতরণ।
শনিবার দিনব্যাপী ৪ জায়গায় ৩ হাজার কম্বল বিতরন করা হয়। পর্যায়ক্রমে ফরিদপুর সদরের ১২টি ইউনিয়ন ও ফরিদপুর পৌর এলাকার ২৭ টি ওয়ার্ডে মোট ২০ হাজার কম্বল পৌঁছে দেয়া হবে।
শাহজালাল ইসলামি ব্যাংকের ফরিদপুর শাখার ম্যানেজার কেএম আনিসুর রহমান জানান, কম্বল পৌঁছে দিতে সাহায্য করছে ফরিদপুরের পাঁচটি বেসরকারি উন্নয়ন সংস্থা ও সমকাল সুহৃদ সমাবেশ। শাহজালাল ইসলামি ব্যাংক পিএলসি সামাজিক দায়বদ্ধতা কর্মসূচীর আওতায় চলমান রয়েছে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরন।বাস্তবায়নকারী এনজিও সংস্থাগুলো হচ্ছে এফডিএ, বিএফএফ, একেকে, এসডিসি এবং পি ডাবলু ও।
সপ্তাহব্যাপী এই কম্বল বিতরণএর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমকাল প্রকাশক ও ভারপ্রাপ্ত সম্পাদক আবুল কালাম আজাদ, হা-মীম গ্রুপের চেয়ারম্যান মো. মোতালেব হোসেন, পরিচালক মো. বেলাল হোসেন।
এছাড়াও শাহজালাল ইসলামী ব্যাংক ফরিদপুর শাখার ম্যানেজার কেএম আনিসুর রহমান, এফ ডি এ‘র নির্বাহী পরিচালক আজাহারুল ইসলাম, এসডিসি‘র নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান, বিএফএফ এর নির্বাহী পরিচালক আনম ফজলুল হাদি সাব্বির, একেকে‘র নির্বাহী পরিচালক আব্দুল জলিলসহ ব্যাংক ও বাস্তবায়নকারী সংস্থার কর্মকর্তা ও নেতৃবৃন্দ।
- বিষয় :
- ফরিদপুর
- কম্বল বিতরণ