ঢাকা রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

যে মিডিয়া ফ্যাসিবাদের পক্ষে কাজ করবে তাদের বিরুদ্ধে তরুণরা থাকবে: হাসনাত আবদুল্লাহ

যে মিডিয়া ফ্যাসিবাদের পক্ষে কাজ করবে তাদের বিরুদ্ধে তরুণরা থাকবে: হাসনাত আবদুল্লাহ

গণসংযোগ ও লিফলেট বিতরণকালে হাসনাত আবদুল্লাহ। ছবি-সমকাল

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫ | ১৪:৪৮

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, তরুণদের বাদ দিয়ে কোনো অ্যাজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করা হলে তা মেনে নিব না। ফ্যাসিবাদের পক্ষে যারা কথা বলবে, যে মিডিয়া কাজ করবে তাদের বিরুদ্ধে তরুণরা থাকবে।

মঙ্গলবার সকালে চাষাড়াস্থ নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালনের সময় এ পথসভা অনুষ্ঠিত হয়। এতে হাসনাত আবদুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্থা শারমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সকাল ১০টায় নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয় গণসংযোগ এবং পথসভা কার্যক্রম। এরপর, বেলা সাড়ে ১১টায় আদমজী সড়ক ধরে শোভাযাত্রা করা হয় এবং সিদ্ধিরগঞ্জ চিটাগাং রোডে পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। সর্বশেষ, সোনারগাঁও উপজেলার কাঁচপুরে পথসভা ও গণসংযোগের মাধ্যমে তাদের কর্মসূচি শেষ হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক বলেন, আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি না এটা এখন প্রাসঙ্গিক না। আওয়ামী লীগের ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত প্রতিটা নেতাকর্মীকে আইনের আওতায় নিতে হবে।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত যারা তাদের পুনর্বাসন করার চেষ্টা করবে আমরা ধরে নিবো গত ১৬ বছর আওয়ামী লীগ যে জাহিলিয়াতের রাজনীতি করেছে তাতে তাদের সহযোগিতা রয়েছে।

এসময় তিনি বিভিন্ন পেশাজীবী, মিডিয়া, এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বুদ্ধিজীবীদের সমালোচনা করে তাদেরকে দায়ী করেন ফ্যাসিবাদী শক্তিকে মদদ দেওয়ার জন্য।

তরুণদের অবমূল্যায়ন নিয়ে হতাশা প্রকাশ করে হাসনাত আবদুল্লাহ বলেন, তরুণ প্রজন্মকে দুর্বৃত্তায়নের এবং প্রতিহিংসার রাজনীতির কারণে হতাশ হতে হয়েছে। এই বঞ্চনা থেকেই দ্রোহের আগুনে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ে তুলেছি। আমাদের ভবিষ্যত হবে তরুণদের উদ্ভাবনী শক্তি এবং অভিজ্ঞ রাজনীতিবিদদের সমন্বয়ে।

আরও পড়ুন

×