এ. কে. আজাদের দেওয়া কম্বল পেল আরও ১০০০ মানুষ

শাহজালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এ. কে. আজাদের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ
ফরিদপুর অফিস
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫ | ১৮:২৯
শাহজালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এ. কে. আজাদের পক্ষ থেকে ফরিদপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। দশ দিনব্যাপী এ কার্যক্রমের সপ্তম দিন শুক্রবার পৌর এলাকায় এক হাজার মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় শনিবার ফরিদপুরে কম্বল বিতরণ কর্মসূচি শুরু হয়। পর্যায়ক্রমে সদরের ১২টি ইউনিয়ন ও পৌর এলাকার ২৭টি ওয়ার্ডে মোট ২০ হাজার কম্বল দেওয়া হবে। এতে সহায়তা করছে সমকাল সুহৃদ সমাবেশ ও ফরিদপুরের পাঁচটি বেসরকারি উন্নয়ন সংস্থা– এফডিএ, বিএফএফ, একেকে, এসডিসি এবং পিডাবলুও।
পৌর এলাকার আলীপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা বেনিফিসিয়ারিস ফ্রেন্ডশিপ ফোরাম (বিএফএফ) ও সোসাইটি ডেভেলপমেন্ট কমিটির (এসডিসি) অফিস চত্বরে শাহজালাল ইসলামী ব্যাংকের ফরিদপুর শাখার ব্যবস্থাপক কে এম আনিসুর রহমানের তত্ত্বাবধানে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক আবুল কালাম আজাদ, এফডিএর উপদেষ্টা আজাহারুল ইসলাম, এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান, বিএফএফের নির্বাহী পরিচালক আনম ফজলুল হাদী সাব্বির, পিডাবলুওর নির্বাহী পরিচালক হাফিজুর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম আজাদ বলেন, শাহজালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এ. কে. আজাদের নির্দেশনায় ব্যাংকটি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি বিভিন্ন দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ায়। তাদের অনুদানে এবং বাস্তবায়নকারী সংগঠন ও প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে সুশৃঙ্খলভাবে প্রন্তিক পর্যায়ে পাওয়ার যোগ্য মানুষদের হাতে শীতবস্ত্র পৌঁছানো সম্ভব হচ্ছে।
- বিষয় :
- এ. কে. আজাদ
- কম্বল বিতরণ