নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ, স্বামী আটক

ছবি: প্রতীকী
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫ | ২০:১০
নাটোরের সিংড়ায় স্বামীর নির্যাতনে পারভীন বেগম (৩৭) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার উপজেলার হাতিয়ান্দহ বগুড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে গৃহবধূর স্বামী আব্দুল মালেককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
ইউপি সদস্য রেজাউল ইসলামসহ স্থানীয় বাসিন্দারা জানান, পারিবারিক কলহের জেরে আব্দুল মালেক তাঁর স্ত্রী পারভীন বেগমকে প্রায়ই মারধর করতেন। গত সপ্তাহেও তাঁকে মারধরের পর বিষয়টি পারিবারিকভাবে সমাধান করেন স্বজনরা।
রোববার দুপুরে গৃহবধূ পারভীন অসুস্থ বোধ করলে তাঁকে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গৃহবধূর ভাই জহুরুল ইসলাম ও জহির উদ্দিন বলেন, নির্যাতন করে তাদের বোনকে হত্যা করা হয়েছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক বলেন, গৃহবধূর মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব হচ্ছে না। তাঁর পরিবারের অভিযোগের ভিত্তিতে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।