ঢাকা শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

মধুমেলা উপলক্ষে সেজেছে সাগরদাঁড়ি

মধুমেলা উপলক্ষে সেজেছে সাগরদাঁড়ি

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ীতে সাজানো হচ্ছে মধুমেলা প্রাঙ্গণ সমকাল

কেশবপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫ | ০০:৩৫ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫ | ১০:৫০

যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ীতে আজ শুক্রবার শুরু হচ্ছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম উৎসব মধুমেলা। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় সপ্তাহব্যাপী এ মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন। আজ বিকেলে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী মেলা উদ্বোধন করবেন। যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে থাকবেন দেশবরেণ্য লেখক, গবেষক ও কবি-সাহিত্যিকরা।

মাইকেল মধুসূদন দত্তের জন্মোৎসব উপলক্ষে বাণী দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গতকাল বৃহস্পতিবার ওই বাণীতে তিনি মধুমেলা আয়োজনের উদ্যোগকেও স্বাগত জানান প্রধান উপদেষ্টা।

গতকাল সরেজমিন দেখা যায়, মেলা উপলক্ষে সাগরদাঁড়িতে কবির জন্মভূমির স্মৃতিবিজড়িত কপোতাক্ষ নদ, বিদায় ঘাট, জমিদার বাড়ির আম্রকানন, মধুপল্লিসহ মেলা প্রাঙ্গণ সাজানো হয়েছে বর্ণিল সাজে। মেলা প্রাঙ্গণে মধুমঞ্চের পাশাপাশি সার্কাসের প্যান্ডেল, নাগরদোলা, জাদুমঞ্চসহ আয়োজনের সব প্রস্তুতি শেষ। কৃষি ও কুটির শিল্পপণ্য বিকিকিনির ব্যবস্থাও রাখা হয়েছে। এ ছাড়া গ্রামীণ পণ্যের পসরা নিয়ে এসেছেন স্থানীয়দের পাশাপাশি দূরদূরান্তের ব্যবসায়ীরা। দর্শনার্থীরাও আসতে শুরু করেছেন।

মেলা উপলক্ষে এলাকাবাসীর মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। যশোর শহরসহ কেশবপুর উপজেলার বিভিন্ন স্থানে মেলার ফেস্টুন টাঙানো হয়েছে। সাগরদাঁড়ীর পোস্টমাস্টার মুফতি তাহেরুজ্জামান তাছু বলেন, মেলা উপলক্ষে সাগরদাঁড়ীসহ চারপাশের গ্রামগুলোর অনেকেই মেয়েজামাই, বন্ধু-বান্ধবসহ আত্মীয়দের দাওয়াত দিয়েছেন। তারা সব আসতে শুরু করেছেন। সব বাড়িতে উৎসবের আমেজ রয়েছে। এবারের মেলায় লাখো দর্শনার্থীর সমাগম ঘটবে বলে মনে হচ্ছে।

আরও পড়ুন

×