ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

চট্টগ্রামে পাহাড় কাটায় দুই ব্যক্তিকে ১২ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে পাহাড় কাটায় দুই ব্যক্তিকে ১২ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৯ জুন ২০২০ | ১৩:১৮

চট্টগ্রামের পাহাড়তলীতে পাহাড় কাটায় দুই ব্যক্তিকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নুরী এ জরিমানা করেন।

পরিবেশ অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নুরী জানান, উত্তর পাহাড়তলী এলাকার বাসিন্দা গোলাম মোহাম্মদ গং ছয় হাজার ঘনফুট পাহাড় কাটার জন্য তাদের ছয় লাখ টাকা জরিমানা করা হয়। আকবর শাহ এলাকায় এমলাক উদ্দিন গং ছয় হাজার ঘনফুট পাহাড় কাটার জন্য তাদেরও ছয় লাখ টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, আগামী সাত কর্মদিবসের মধ্যে তাদের টেজারি চালানের মাধ্যমে এ জরিমানার অর্থ পরিশোধ করার জন্য নির্দেশ দেওয়া হয়। কাটা পাহাড়ে কোন স্থাপনা নির্মাণে নিষেধজ্ঞা দেওয়া হয়।

আরও পড়ুন

×