বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. তৌফিক

ফাইল ছবি
বরিশাল ব্যুরো
প্রকাশ: ১৩ মে ২০২৫ | ২২:৫৫ | আপডেট: ১৪ মে ২০২৫ | ০০:১৩
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. তৌফিক আলম। আজ মঙ্গলবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ.এস.এম কাসেম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
অধ্যাপক ড. মো. তৌফিক আলম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক পদে কর্মরত ছিলেন। তিনি ববির ষষ্ঠ উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন।
এর আগে রাত ৯টার দিকে পৃথক ৩টি প্রজ্ঞাপনে ববি উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শারমিন, উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রাব্বানী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মামুন অর রশিদকে অপসারণ করা হয়।
উল্লেখ্য, উপাচার্য শুচিতার অপসারণের দাবীতে ২২ এপ্রিল থেকে শিক্ষার্থীরা আন্দোলন করে আসছিলেন। উপাচার্যের বাসভবনসহ প্রশাসনিক ভবনে তালা, একাডেমিক কার্যক্রম বন্ধ ও সোমবার রাতে ১২ শিক্ষার্থী আমরণ অনশন এবং মঙ্গলবার বিকেলে ক্যাম্পাস সংলগ্ন ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে দক্ষিণাঞ্চল ব্লকেড কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। শিক্ষক-কর্মকর্তাদের বড় অংশ এ আন্দোলনে সংহতি জানান।
- বিষয় :
- ববি
- উপাচার্য
- শিক্ষা মন্ত্রণালয়