ঢাকা শনিবার, ১৪ জুন ২০২৫

৪০৮ যাত্রী নিয়ে সিলেট থেকে গেল প্রথম হজ ফ্লাইট

৪০৮ যাত্রী নিয়ে সিলেট থেকে গেল প্রথম হজ ফ্লাইট

বাংলাদেশ বিমানের বিজি-২৩৭ ফ্লাইটটি সিলেট থেকে ছাড়ে বুধবার বিকেলে 

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৪ মে ২০২৫ | ২২:৪৭

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবে গেল প্রথম হজ ফ্লাইট। বুধবার বিকেলে ৫টা ২৫ মিনিটে ৪০৮ হজযাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের বিজি-২৩৭ ফ্লাইটটি সিলেট ছাড়ে।

বিমানের জেলা ব্যবস্থাপক শাহনেওয়াজ মজুমদারের সভাপতিত্বে হজ ফ্লাইট উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতা করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ারুজ্জামান, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ প্রমুখ।

শাহনেওয়াজ মজুমদার সমকালকে জানান, প্রথম ফ্লাইটে যাত্রীদের মধ্যে সিলেটের ৩৫০ ও ঢাকার ৫৮ জন ছিলেন। এ ছাড়া সাধারণ যাত্রী ছিলেন ৯ জন। সিলেট থেকে আরও চারটি হজ ফ্লাইট যাবে। আগামী ২৩ মে বিকেল ৫টা ২৫ মিনিটে বিজি-২৩৫, ২৫ মে দুপুর ১টা ১৫ মিনিটে বিজি-৩৩১, ২৬ মে বিকেল ৪টা ৪৫ মিনিটে বিজি-২৩৫ ও ২৯ মে বিকেল ৪টা ৪৫ মিনিটে বিজি-২৩৫ ওসমানী বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে যাত্রা করবে। এবার সিলেট থেকে ২ হাজার ৮০০ যাত্রী হজে যাওয়ার কথা রয়েছে বলে জানান তিনি।

 

 

আরও পড়ুন

×