ঢাকা বুধবার, ২৫ জুন ২০২৫

বাসচাপায় প্রাণ গেল দাদি-নাতির

বাসচাপায় প্রাণ গেল দাদি-নাতির

প্রতীকী ছবি

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২৫ মে ২০২৫ | ০১:১৮

বগুড়ার মহাস্থানে যাত্রীবাহী বাসচাপায় দাদি ও নাতি নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় মহাস্থান মাহীসওয়ার ডিগ্রি কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- মছিরন বিবি ও নুর আলম।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে নাতি নুর আলমকে সঙ্গে নিয়ে নাতনির বাড়িতে যাচ্ছিলেন মছিরন বিবি।
মহাস্থান মাহীওয়ার ডিগ্রি কলেজ এলাকায় মহাসড়ক পারাপারের সময় বগুড়া থেকে রংপুরগামী একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এ সময় নুর আলমের মাথা থেঁতলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হন মছিরন। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।
 
বিষয়টি নিশ্চিত করেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান শাহীন। তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। বিষয়টি হাইওয়ে পুলিশ দেখছে এবং বাসটি শনাক্ত করতে কাজ চলছে।

আরও পড়ুন

×