এমপি দবিরুল করোনায় আক্রান্ত

দবিরুল ইসলাম
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ২৪ আগস্ট ২০২০ | ০০:৪৪ | আপডেট: ২৪ আগস্ট ২০২০ | ০০:৫০
ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দবিরুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
রোববার রাতে ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মাহফুজুর রহমান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে গত ২১ আগস্ট দবিরুল ইসলামের নমুনা সংগ্রহ করা হয়। রোববার রাতে প্রাপ্ত রিপোর্টে তার করোনা শনাক্ত হয়। তাকে বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সিভিল সার্জন আরও জানান, সর্বশেষ প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী দবিরুল ইসলামসহ জেলায় নতুন করে আরও ১৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮১০ জনে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৪৩৬ জন ও মারা গেছেন ১৪ জন।
এর আগে, ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন ও তার স্ত্রী অঞ্জলি সেন করোনাভাইরাসে আক্রান্ত হন। তবে বর্তমানে তারা সুস্থ আছেন।