টাকা আত্মসাতের মামলায় কারাগারে যমুনা ব্যাংকের সাবেক ম্যানেজার

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৪ আগস্ট ২০২০ | ০৮:৫৪
চট্টগ্রামে যমুনা ব্যাংকের ৭১ কোটি টাকা আত্মসাতের দুর্নীতি মামলায় যমুনা ব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও খাতুনগঞ্জ শাখার ম্যানেজার মনজুরুল আহসান চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ-১ শেখ আশফাকুর রহমানের আদালত এ আদেশ দেন। এর আগে হাইকোর্টের আগাম জামিন শেষে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন তিনি।
দুদক পিপি অ্যাডভোকেট মাহমুদুল হক মাহমুদ সমকালকে বলেন, মনজুরুল আহসান চৌধুরী হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জামিনে ছিলেন। এর মেয়াদ শেষ হলে তিনি নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তবে দুদকের বিরোধিতায় আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ মামলার অপর আসামি আবু সাঈদ চৌধুরী বর্তমানে জামিনে রয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, মঞ্জুরিপত্রের শর্ত ভঙ্গ করে ২০১১ সালে সাঈদ ফুড লিমিটেড নামে তিন দফায় যমুনা ব্যাংকের ৭১ কোটি ৯২ লাখ ৩ হাজার ১১৬ টাকা ঋণের নামে প্রতিষ্ঠানটির মালিক আবু সাঈদ চৌধুরী ও মনজুরুল আহসান চৌধুরী পরস্পর যোগসাজশে আত্মসাৎ করেন বলে অভিযোগ ওঠে।
এ ঘটনার তদন্ত করে সত্যতা পায় দুদক এবং ২০১৭ সালের ৩০ জুলাইয়ে তাদের বিরুদ্ধে দুর্নীতি মামলা করে।