ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

রাষ্ট্রায়ত্ত পাটকল চালুর দাবিতে খুলনায় অবস্থান কর্মসূচি

রাষ্ট্রায়ত্ত পাটকল চালুর দাবিতে খুলনায় অবস্থান কর্মসূচি

রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো চালু করার দাবিতে সোমবার খুলনায় অবস্থান কর্মসূচি ও সমাবেশ করেছে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ- সমকাল

খুলনা ব্যুরো

প্রকাশ: ২৪ আগস্ট ২০২০ | ০৯:২৭

রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো চালু করার দাবিতে খুলনায় অবস্থান কর্মসূচি ও সমাবেশ করেছে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ। সোমবার সকাল ১১টায় নগরীর নতুন রাস্তা মোড়ে এই কর্মসূচি পালিত হয়। 

সমাবেশে বক্তারা বলেন, অতীতে সরকার পিপিপির অধীনে অনেক শিল্পপ্রতিষ্ঠান চালানোর চেষ্টা করলেও তা ঠিকমতো চলেনি। রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো পিপিপির অধীনে দেওয়া হলে তা স্থায়ীভাবে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সে কারণে পাটকলগুলোকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় চালু করতে হবে।

বক্তারা আরও বলেন, পাটকলগুলোর লোকসানের মূল কারণ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিজেএমসির দুর্নীতি-লুটপাট এবং পাটকল পরিচালনায় ভুল নীতি। তাই পাটকল বন্ধ নয়, দুর্নীতিবাজদের বিচার করতে হবে। শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) প্রস্তাবিত পথে মাত্র এক হাজার দুইশ' কোটি টাকা ব্যয় করে পাটকলগুলোকে আধুনিকায়ন ও লাভজনক করা সম্ভব। 

বক্তারা ২০১৩ সাল থেকে অবসরপ্রাপ্ত শ্রমিকদের পিএফ, গ্র্যাচুইটিসহ সব পাওনা এবং শ্রমিকদের বকেয়া ছয় সপ্তাহের মজুরি, বোনাস ও এরিয়ার টাকা অবিলম্বে পরিশোধ করার দাবি জানান। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, রাষ্ট্রায়ত্ত পাটকলো জাতীয় সম্পদ। সে সম্পদ লুটপাট শ্রমিক-জনতা মেনে নেবে না। তাই সরকার দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন নাগরিক পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট কুদরত-ই খুদা। পরিচালনা করেন সদস্য সচিব এস এ রশীদ। বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় সদস্য সরদার রুহিন হোসেন প্রিন্স, পরিষদের যুগ্ম আহ্বায়ক আ ফ ম মহসীন, ইস্টার্ন জুট মিল সিবিএর সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, বাসদ খুলনা জেলার সমন্বয়ক জনার্দন দত্ত নান্টু, ইউনাইটেড কমিউনিস্ট লীগ খুলনা জেলার সম্পাদকমণ্ডলীর সদস্য আনিসুর রহমান মিঠু, সিপিবি খুলনা মহানগরের সভাপতি এইচ এম শাহাদাৎ প্রমুখ।

আরও পড়ুন

×