যশোরে ছেলেশিশুকে যৌন নিপীড়নের অভিযোগে আটক ১
যশোর অফিস
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২০ | ০৬:৩৫ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২০ | ০৭:১৯
যশোরে আট বছর বয়সী এক ছেলেশিশুকে যৌন নিপীড়নের অভিযোগে কমল চন্দ্র কর্মকার (৫০) নামে একজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার শহরের ষষ্ঠীতলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে থানায় করা অভিযোগে উল্লেখ করেছেন শিশুটির বাবা। শিশুটিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) শেখ তাসমীম আলম জানান, শহরের ষষ্ঠীতলাপাড়ায় ওই শিশুকে নিজ ঘরে নিয়ে যৌন নিপীড়ন করে কমল চন্দ্র। এতে শিশুটির রক্তক্ষরণ শুরু হয়। পরে বাড়ি ফিরে ঘটনাটি তার বাবাকে জানায়। এ ঘটনায় কোতোয়ালি থানায় অভিযোগ করেন ভুক্তভোগীর বাবা। এরপর অভিযুক্তকে আটক করে পুলিশ।
শেখ তাসমীম আলম আরও জানান, চিকিৎসার পাশাপাশি ওই শিশুর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। পরে এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন শিশুটির বাবা।
- বিষয় :
- যশোর
- আটক
- শিশুকে বলাৎকার