ঢাকা মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

আরাফাত হত্যা: পরিবারের অমতে অপমৃত্যুর মামলা, পুলিশের অস্বীকার

আরাফাত হত্যা: পরিবারের অমতে অপমৃত্যুর মামলা, পুলিশের অস্বীকার

কুমিল্লা সংবাদদাতা

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২০ | ১০:৪৫

কুমিল্লায় আগুনে পুড়ে মারা যাওয়া কিশোর মো. আরাফাত হোসেনের (১৪) পরিবারের দাবি, নির্যাতনের পর তাকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। তবে এ ঘটনায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় বুধবার রাতে অপমৃত্যুর মামলা হয়েছে। 

আরাফাতের বাবার অভিযোগ, তিনি থানায় গিয়েছিলেন হত্যা মামলা করতে। পুলিশ তাকে ভুল বুঝিয়ে হত্যা মামলা না নিয়ে অপমৃত্যুর মামলা নিয়েছে। যদিও এ অভিযোগ অস্বীকার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

গত মঙ্গলবার কুমিল্লা শহরতলির ডুমুরিয়া চাঁনপুর গয়ানবাগিচা (বউবাজার) এলাকায় আগুনে পুড়ে মারা যায় কিশোর আরাফাত। সে থাই গ্লাসের মিস্ত্রি হিসেবে কাজ করত। ঘটনার শুরু থেকেই তার পরিবারের দাবি, মাদক সেবনে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আরাফাতকে।

বৃহস্পতিবার আরাফাতের বাবা আবদুল বারেক বলেন, 'থানায় হত্যা মামলা করতে গিয়েছিলাম আমি। কিন্তু পুলিশের লোকেরা আমাকে বলে, হত্যা মামলা করলে সাক্ষী পাবেন কোথায়? তারা আগে তদন্ত করবে, এরপর নাকি হত্যা মামলা রেকর্ড করবে। এক পর্যায়ে পুলিশ একটি অপমৃত্যুর মামলা লেখে। এরপর আমার কাছ থেকে তাতে সই নেওয়া হয়। তবে আমি এখন আদালতে হত্যা মামলা করব।' নিহতের চাচাতো ভাই রিয়াদ হাসান হৃদয় বলেন, এটি কোনোভাবেই অপমৃত্যু হতে পারে না। পুলিশ মামলাটি নিয়ে রহস্যজনক আচরণ করছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল হক বলেন, 'আমরা নিজেরা কেন অপমৃত্যুর মামলা নিতে যাব? তারা দু'দিন অপেক্ষা করে এবং চিন্তাভাবনা করেই অপমৃত্যুর মামলা করেছে। অপমৃত্যুর মামলার বাদী হয়েছেন ওই কিশোরের বাবা আবদুল বারেক নিজেই।

আরও পড়ুন

×