ঢাকা মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

পার্বতীপুরে কিশোর হত্যা

পার্বতীপুরে কিশোর হত্যা

প্রতীকী ছবি

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৫ আগস্ট ২০২১ | ০৮:৩৩ | আপডেট: ২৫ আগস্ট ২০২১ | ০৮:৩৩

পার্বতীপুর রেলওয়ে জংশনের ইয়ার্ড এলাকায় এক কিশোরকে হত্যা করা হয়েছে। বুধবার সকালে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে রেলওয়ে থানা পুলিশ। মৃত কিশোরের পরিচয় পাওয়া যায়নি। পুলিশের ধারণা, কোথাও হত্যা করে এখানে তার লাশ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

পার্বতীপুর রেলওয়ে থানার ওসি আব্দুল্লাহ আল-মামুন জানান, বুধবার সকালে রেলস্টেশনের দক্ষিণ দিকে হলদীবাড়ী রেলওয়ে কলোনির পার্শ্ববর্তী ইয়ার্ড এলাকা থেকে ১৬ বছর বয়সী কিশোরের লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। নিহতের শরীরে আঘাতের চি‎হ্ন রয়েছে।

পার্বতীপুর রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সিআই সর্দার রফিকুল ইসলাম বলেন, রেলস্টেশনের ইয়ার্ড এলাকা সাধারণত নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাহারায় থাকেন। কিন্তু বর্তমানে ওই এলাকায় কোনো ওয়াগান না থাকায় ফাঁকা অবস্থায় পড়ে ছিল। তাই কোনো নিরাপত্তা প্রহরী ছিল না। ধারণা করা হচ্ছে, পার্শ্ববর্তী কোনো এলাকায় হত্যাকাণ্ডটি ঘটিয়ে রেল এলাকায় লাশ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশের পুলিশ সুপার সিদ্দিকী তানজিলুর রহমান বলেন, কিশোরের পরিচয় ও হত্যার কারণ উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।

আরও পড়ুন

×