ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার

স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২১ | ০৮:১৬ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২১ | ০৮:১৬

বগুড়ার আদমদীঘিতে টাকা না পেয়ে শারীরিক নির্যাতনের অভিযোগে স্ত্রী বুলবুলির করা মামলায় পুলিশ হারুন অর রশিদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। 

শনিবার সকালে উপজেলার চাঁপাপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হারুন অর রশিদ আদমদীঘির চাঁপাপুর নতুন বাজারের গোলাম মোস্তফা পল্টুর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, আদমদীঘির চাঁপাপুর বাজারের হারুন অর রশিদ এক বছর আগে একই এলাকার বুলবুলিকে দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের পর থেকে হারুন বুলবুলির কাছে টাকা চান। টাকার জন্য তাকে শারীরিক ও মানসিকভাবেও নির্যাতন করা হতো। 

শুক্রবার রাতে আবার টাকা চেয়ে না পেয়ে বুলবুলিকে বেধড়ক মারধর করেন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করান। এ ঘটনার পর বুলবুলি তার স্বামী হারুন অর রশিদের বিরুদ্ধে থানায় মামলা করলে পুলিশ শনিবার সকালে তাকে গ্রেপ্তার করে।

whatsapp follow image

আরও পড়ুন

×