ঢাকা রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

নির্বাচন কর্মকর্তার সামনেই দুই প্রার্থীর হাতাহাতি

নির্বাচন কর্মকর্তার সামনেই দুই প্রার্থীর হাতাহাতি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২১ | ১০:০৩ | আপডেট: ০৪ নভেম্বর ২০২১ | ১০:০৩

বরিশালের বাবুগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে বৃহস্পতিবার মনোনয়নপত্র বাছাইকালে নির্বাচন কর্মকর্তার সামনেই আওয়ামী লীগ ও ওয়ার্কার্স পার্টির দুই প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে সহিংসতা ছড়িয়ে পড়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে তিন দলীয় প্রার্থীসহ পাঁচ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার মনোনয়নপত্র বাছাইয়ের দিন নির্ধারিত ছিল।

বাছাই শুরু হওয়ার আগেই আওয়ামী লীগের প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মুহ. আক্তারুজ্জামান মিলনের বিরুদ্ধে সরকারি ওএমএস চালের ডিলারশিপ থাকার অভিযোগ তুলে তার মনোনয়ন বাতিলের আবেদন করেন স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান সরোয়ার মাহমুদ। আবেদনের শুনানি শেষে তা খারিজ করে দেন রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম। এ সময় তিনি সব চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন।

অভিযোগ থেকে অব্যাহতি পেয়ে আওয়ামী লীগ প্রার্থী মিলন অভিযোগকারী সরোয়ার মাহমুদ ও অপর প্রতিদ্বন্দ্বী ওয়ার্কার্স পার্টির প্রার্থী শাহিন হোসেনকে উদ্দেশ করে বিদ্রুপ করলে তিনি তাৎক্ষণিক এর প্রতিবাদ জানান। এ সময় শাহিন এবং মিলনের মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হলে তাদের কর্মী-সমর্থকরা উত্তেজিত হয়ে পড়েন। একপর্যায়ে উপজেলা নির্বাচন কর্মকর্তার সামনেই তারা হাতাহাতিতে লিপ্ত হন। পরে দায়িত্বরত পুলিশ উত্তেজিত নেতাকর্মীদের নির্বাচন কর্মকর্তার কক্ষ থেকে বের করে দিয়ে পরিস্থিতি শান্ত করেন। এ ঘটনায় উপজেলার নির্বাচনী মাঠ উত্তপ্ত হয়ে উঠেছে।

আরও পড়ুন

×