নর্থ সাউথের ছাত্রী নিহত: চট্টগ্রাম থেকে চালক ও হেলপার আটক

মাইশা মমতাজ নিহতের ঘটনায় আটক কাভার্ড ভ্যানচালক ও হেলপার- সমকাল
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ০১ এপ্রিল ২০২২ | ১১:১৭ | আপডেট: ০১ এপ্রিল ২০২২ | ১১:৪৩
রাজধানীর খিলক্ষেত ফ্লাইওভারে দুর্ঘটনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মাইশা মমতাজ মিম নিহতের ঘটনায় চট্টগ্রাম থেকে কাভার্ড ভ্যানের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। এ ছাড়া তাদের কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়েছে।
শুক্রবার রাতে ঢাকা মহানগর পুলিশের গুলশান জোনের ডিসি আসাদুজ্জামান সমকালকে বলেন, কিছুক্ষণ আগে চট্টগ্রাম থেকে কাভার্ড ভ্যানের চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে। তাদের ঢাকায় আনা হচ্ছে।

আটক চালকের নাম সাইদুল। তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। আর চালকের সহকারীর নাম এখনও জানা যায়নি।
এর আগে শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ৯৯৯–এ ফোন পেয়ে রাজধানীর খিলক্ষেত উড়ালসড়ক থেকে মাইশা মমতাজ নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করে পুলিশ। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।